প্রশিক্ষণ

২০০ পৃষ্ঠা প্রতিদিন

প্রাথমিক পর্যায়ে একজন রিডিং অ্যাসোসিয়েটকে প্রতিদিন দৈনিক পত্রিকার বাইরে কমপক্ষে ২০০ পৃষ্ঠা পড়তে হবে। এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। রিডিং ক্লাব টিভি দেখা ও ফেসবুক চর্চাকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। তবে, কোনো ডকুমেন্টারি, ভালো কোন মুভি ইত্যাদি দেখাকে রিডিং ক্লাব অনুপ্রাণিত করে।

পাবলিক স্পিকিং ট্রেনিং

রিডিং ক্লাব বক্তৃতা দেয়ার অভ্যাস গড়তে এর রিডারদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে আসছে। নিজের চিন্তা ও মতামতকে গুছিয়ে মানুষের বোধগম্য করে প্রকাশ করতে পারা রিডিং ক্লাবের রিডারদের সাধারণ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। সে-জন্য প্রতি মাসে পাবলিক স্পিকিং ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। তাছাড়া নিয়মিত আড্ডায় এবং সাপ্তাহিক সেশনগুলোতে ভালভাবে বক্তৃতা দেয়ার কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ফাইভ-মিনিটস স্কলার প্রোগ্রাম

এই প্যাকেজটি রিডিং ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় কোর্স। রিডিং ক্লাবের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন প্রায় সকল সাবজেক্টের উপর প্রাথমিক পরিচিতিমূলক পাঁচ মিনিটের একটি লিখিত বক্তৃতা তৈরি করছে। এই পাঁচ মিনিটের বক্তৃতায় সংশ্লিষ্ট বিষয়ের সংজ্ঞা, পরিচিতি, সংক্ষিপ্ত ইতিহাস, এই ডিসিপ্লিনের বিশিষ্ট পন্ডিত কারা ও এই সাবজেক্ট অধ্যয়নের ফলে বাংলাদেশের কী লাভ সে-বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। এই কোর্সের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে অল্প কথায় তাদের নিজস্ব সাবজেক্টের উপর একটি শক্ত ধারণামূলক ভিত্তি তৈরি করে দেয়া। শিক্ষার্থীরা কী পড়ে, কেন পড়ে এই দ্বিধায় যেন না ভোগে তা নিশ্চিত করাই এই কোর্সের উদ্দেশ্য। মনে করুন, কেউ একজন ফিলোসফিতে অনার্স পড়ছে। ধরে নেয়া যেতে পারে সে ফিজিক্সে কি পড়ানো হয় তা জানে না। ফলে ফিজিক্স-এ যে পড়ে তাকে বলা হবে সে যেন ফিলোসফির শিক্ষার্থীকে ফিজিক্স-এর পাঁচ মিনিটের বক্তৃতাটি শুনিয়ে দেয়। আবার যে ফিজিক্সে পড়ে সে হয়তো ফিলোসফিতে কী পড়া হয় তা জানে না। সেক্ষেত্রে ফিলোসফির শিক্ষার্থীকে বলা হবে সে যেন ফিজিক্সের শিক্ষার্থীকে ফিলোসফির উপর পাঁচ মিনিটের বক্তৃতাটি শুনিয়ে দেয়। এই কোর্সটি একটি জাদুকরী কোর্স। এর মাধ্যমে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ও রাষ্ট্রে তার নিজস্ব সাবজেক্টের প্রাসঙ্গিকতা খুঁজে পায় তার আত্মবিশ্বাসের স্ফুরণ ঘটে এবং তার আগ্রহ একটি সুনির্দিষ্ট সাবজেক্টে সীমাবদ্ধ থাকে না, বরং বিশ্ববিদ্যালয় শিক্ষার মৌল উদ্দেশ্য ‘কম্পারেটিভ নলেজ’ চর্চায় উৎসাহী হয়ে উঠে।

গবেষণা পদ্ধতির উপর উচ্চতর প্রশিক্ষণ

এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একমাস ব্যাপী প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

cross-circle