ভিশন ও মিশন

ভিশন

একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্বপ্নজাত উদার গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখা।

মিশন
১. বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও তরুণদেরকে পড়াশুনা এবং গবেষণায় উজ্জ¦ীবিত করার মাধ্যমে জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ে তোলা।
২. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সিরিয়াস রিডিং হ্যাবিট গড়ে তোলা এবং লাইব্রেরীতে পড়াশুনা করাকে শিক্ষার্থীদের লাইফ স্টাইলে পরিণত করা।
৩. বুদ্ধিবৃত্তিক দায়বোধসম্পন্ন তরুণদের একটি প্লাটফরমে নিয়ে আসা এবং তাদের মাঝে কার্যকর সংলাপের (উরধষড়মঁব) মাধ্যমে সামষ্টিক চিন্তা বিকশিত করা।
৪. তরুণদের প্রশিক্ষণ ও দিক-নির্দেশনা দানের মাধ্যমে জাতির বুদ্ধিবৃত্তিক দায়ভার গ্রহণে সক্ষম হয়ে উঠতে সহায়তা করা।
৫.অনুবাদের মাধ্যমে বাংলাভাষায় মৌলিক জ্ঞান সৃষ্টির ভিত্তিপ্রস্তর স্থাপনে ভূমিকা রাখা
৬.গবেষণার মাধ্যমে নতুন জ্ঞানসৃজনে তরুণদের উৎসাহিত করা।

cross-circle