রিডিং ইন্টার্ন

রিডিং ইন্টার্নশিপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনমাস মেয়াদী একটি সার্টিফিকেট কোর্স।

রিডিং ইন্টার্নের দায়িত্ব
১. ১০ হাজার পৃষ্ঠা সম্বলিত ১৬ টি বই পাঠ সম্পন্ন করা।
২. একটি গবেষণা নিবন্ধ প্রস্তুত ও উপস্থাপন করা।
৩. লেকচার আয়োজনে সহযোগিতা করা।
৪. প্রতিটি লেকচারে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করা।
৫. লেকচারের নোট নেওয়া, ট্রান্সক্রিপশন করা, সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত করা।

রিডিং ইন্টার্ন হওয়ার সুবিধা
১. বিশ্ববিদ্যালয় পর্যায়ের পঠন-পাঠন এবং গবেষণা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ।
২. বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ লেখক-চিন্তাবিদ ও তাঁদের কর্ম-কৃতী (জ্ঞানের মানচিত্র) সম্পর্কে ধারণা লাভ এবং সান্নিধ্য
অর্জন।
৩. বক্তৃতা, উপস্থাপনা ও গবেষণাধর্মী লেখালেখিতে দক্ষতা অর্জন।
৪. সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর বিকাশ।
৫. সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

রিডিং ইন্টার্নশিপের জন্য আবেদনের যোগ্যতা:
১. বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী হতে হবে (প্রথম/ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
২. গভীর পঠন-পাঠন এবং বিদ্যা অর্জনের প্রতি অনুরাগী হতে হবে।
৩. স্বেচ্ছাসেবামূলক কাজে আগ্রহী ও উৎসাহী হতে হবে।
৪. রিডিং ক্লাবের লেকচারে অংশগ্রহণের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হবে।
৫. মাইক্রোসফট ওয়ার্ড (বাংলা এবং ইংরেজি লেখা), পাওয়ার পয়েন্ট ও এক্সেল সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।

cross-circle