বিদ্যা, বিদ্বান ও বিদ্যালয়: বিনয় ঘোষের শিক্ষাচিন্তা
মে ২৪, ২০২৩

৪৯৬ তম সাপ্তাহিক পাবলিক লেকচার

বিষয়: বিদ্যা, বিদ্বান ও বিদ্যালয়: বিনয় ঘোষের শিক্ষাচিন্তা

বক্তা- মো. আবরার হোসাইন

তারিখ: ১ এপ্রিল, ২০২৩

বিদ্যা, বিদ্বান ও বিদ্যালয়- কোনটিই স্বাধীন, স্বতন্ত্র ও সমাজবিচ্ছিন্ন নয়, একটির সাথে অপরটির পরস্পর সম্পর্ক বিদ্যমান। ব্যক্তিকে গঠন করে সমাজ। ফলে যেরকম সমাজের চেহারা, ঠিক সেইরকম চেহারা বিদ্বানের। একই সমাজের গড়ন, নীতির সাথে মিল রেখে গড়ে উঠেছে বিদ্যালয়। এ প্রসঙ্গে বিনয় ঘোষের মন্তব্য,

”পণ্যের বাজারে যেমন বিজ্ঞাপননির্ভর, প্রতিযোগিতা আছে, যার বিক্রয়কৌশল যত আকষর্ণীয় তার তত বেশি কাটতি, তেমনি বিদ্যার বাজারেও প্রতিযোগিতা আছে। অর্থাৎ, বিদ্যাবেচা ও বিদ্যাকেনার কৌশল বা অপকৌশল যার যত বেশি আয়ত্ত্বে, সেই বিদ্বানের ভাগ্য বাজারে তত বেশি উঠতি।”

একটি সমাজ বহু প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রতিষ্ঠিত, যার মধ্যে অন্যতম বিদ্যালয়। ফলে সমাজের ভেতরকার সুগভীর সামগ্রিক সংকটের সাথে অঙ্গাঅঙ্গিভাবে সংযুক্ত বিদ্যাসংকট ও বিদ্বানসংকট। এই সংকটের সমাধান তখনই সম্ভব যখন শোষণপীড়নে আড়ষ্ট সমাজের পুর্নবিন্যাস করা হবে। যুগ যুগ ধরে চলে আসা শ্রেণিবিভেদ আর দাসত্ব থেকে মুক্ত হয়ে মানবগোষ্ঠীর পরিপূর্ণ মুক্তিতে বিদ্যা, বিদ্বান ও বিদ্যালয়ের মুক্তি সম্ভব। 

cross-circle