ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শ বছর পূর্তি হতে আর মাত্র চার বছর বাকি। একটি জনগোষ্ঠীর সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক পালাবদলের প্রধানতম কেন্দ্র হিসেবে গত ছিয়ানব্বই বছরে তার অর্জন ও বিসর্জনের তালিকা অনেক দীর্ঘ। কিন্তু তার অতীতের বিপুলতর সাফল্য এবং বর্তমানের পাহাড়ভারী জরাগ্রস্ততার উত্স ও কারণ সম্বন্ধে চিন্তাশীল ও গবেষণামূলক আলোচনার পরিমাণ লজ্জাজনকভাবে কম। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে উচ্চশিক্ষা সম্পর্কে এখনো পর্যন্ত প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের সংখ্যা বড়জোর এক কুড়ি। ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষাপরিবেশগত সমস্যা চিহ্নিত করে কয়েকটি বই লেখা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লেখার প্রথম প্রয়াস ছিল ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ড. এম এ রহিমের The History of The University of Dacca (১৯৮১) বইটি ...