এলিস কমিশন রিপোর্ট ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্ট। পূর্ববাংলা সরকার ১৯৫২ সালের ১৩ মার্চ ঢাকা হাইকোর্টের একজন বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করে ‘ঢাকা গেজেট’ এক্সট্রা অর্ডিনারি সংখ্যা প্রকাশ করে। উক্ত গেজেট নোটিফিকেশনে প্রধান বিচারপতিকে একজন তদন্তকারী বিচারক নিযুক্ত করার ক্ষমতা প্রদান করা হয়। প্রধান বিচারপতি তখনকার ঢাকা হাইকোর্টের অন্যতম বিচারপতি টি এইচ এলিসকে ঘটনা তদন্তের জন্য মনোনীত করেন এবং ১৭ মার্চ পূর্ববাংলার গভর্নর বিচারপতি এলিসকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র দেন। ১৯৫২ সালের ২৭ মে কমিশন পূর্ববাংলার মুখ্য সচিবের নিকট রিপোর্ট পেশ করে। এই রিপোর্টটি অনুবাদ ও সম্পাদনা করেন রিডিং ক্লাব ট্রাস্টের অনুবাদ ও গবেষণা বিভাগের প্রধান রাশেদ রাহম।