আমাদের আদর্শ

আবুল হুসেন

(১৮৯৬-১৯৩৮)
Abdur-Razzaq

আবদুর রাজ্জাক

(১৯১৪-১৯৯৯)
130990_178

আহমদ শরীফ

(১৯২১-১৯৯৯)
Ahmed-Sofa

আহমদ ছফা

((১৯৪৩-২০০১)
Humayun-Azad

হুমায়ুন আজাদ

(১৯৪৭-২০০৪)

বর্তমান তরুণদের মন, মনন ও মানস পরিগঠনের জন্য অবশ্যপাঠ্য মনে করে।নিরলস ও কঠোর অধ্যবসায়ের সঙ্গে, কোনো অন্যায্য লাভ, লোভ, হুমকি ও আকাক্সক্ষার কাছে কোনোরকম নতি স্বীকার না করে সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে গেছেন এমন ব্যক্তিত্ব বাংলাদেশে বিরল। আজকের তরুণ ইন্টেলেকচুয়্যালদের নিজেদের ভবিষ্যৎ পথরেখা নির্মাণের ক্ষেত্রে এমনসব ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে যারা যথার্থ ইন্টেলেকচুয়্যাল ছিলেন। যারা কোনো পরিস্থিতিতেই কোনো ধরনের ভয়, ভীতি ও বাসনার কাছে আত্মসমর্পণ করেননি। আমাদের সমাজে এরকম ব্যক্তিত্ব আছেন। রিডিং ক্লাব রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২), আবুল হুসেন (১৮৯৬-১৯৩৮), আবদুর রাজ্জাক (১৯১৪-১৯৯৯), আহমদ শরীফ (১৯২১-১৯৯৯), আহমদ ছফা (১৯৪৩-২০০১) ও হুমায়ুন আজাদকে (১৯৪৭-২০০৪) বর্তমান তরুণদের মন, মনন ও মানস পরিগঠনের জন্য অবশ্যপাঠ্য মনে করে।

cross-circle